Header Ads

ARTS GROUP  TEACHER
UTPAL DA

মোটিভেশনাল ছোট গল্প

একবার এক পিতা তার বদমেজাজি পুত্রকে একটি পাত্রে কিছু পেরেক দিলো, এবং বললো যখন খুব রাগ হবে এই পাত্র থেকে একটি করে পেরেক নিয়ে দেয়ালে পুঁতে ফেলতে, এর পর থেকেই যখন তার রাগ হতো সে দেয়ালে একটি করে পেরেক পুঁতে দিত, এভাবে রোজ সে এই কাজ করতে লাগলো, এভাবে রোজ এই কাজ করতে করতে একসময় সে ধীরে ধীরে বুঝতে পারলো, পেরেক পোঁতার বৃথা পরিশ্রম না করে যদি রাগকে নিয়ন্ত্রন করে নেওয়া যায়, তাহলে তাকে এই ফালতু পরিশ্রম করতে হবে না, নিজের মধ্যে এই ভাবনার উদ্ভব হওয়ার পর থেকে দেয়ালে পেরেক পোঁতার সংখ্যা কম হতে থাকলো, এক সময় সে সারাদিনে একটিও পেরেক পুঁতলো না, এবং পুত্র এই ঘটনার কথা পিতাকে খুশি মুখে ও নম্র ভাবে জানালো, পিতা তখন বললো যখন এবং যেদিন তোমার মনে হবে, তুমি একেবারে রাগ মুক্ত হয়েছ সেদিন তুমি ঐ দেয়াল থেকে একটি একটি করে তোমার পোঁতা পেরেক গুলোকে উপরে নিও, পুত্র তাই করলো, একদিন এমন আসলো ওই পেরেক পোঁতা দেয়ালে একটিও পেরেক দেখা গেলো না, এবং এই কথাও সে তার পিতা কে জানালো, যে সে তার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে করে নিতে পেরেছে এবং দেয়ালের সব কটি পেরেক সে খুলে নিয়েছে, তখন পিতা তার পুত্রকে নিয়ে দেয়ালের সামনে এসে দাড়ালেন এবং বললেন, তোমার পোঁতা পেরেকের আঘাতে দেয়ালের গায়ে যে ছিদ্র হয়েছে তুমি কি ঐ ছিদ্র গুলো বন্ধ করতে পারবে এবং দেয়ালটিকে আগের মতো করে দিতে পারবে, পুত্র বলল পিতা তা করা আর সম্ভব হবে না, পিতা তখন পুত্রকে বললো আমাদের জীবনটাও ঠিক এই রকমই, রাগ আর ক্রোধের বসে কোনো কিছু করে ফেললে কিংবা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলে দিলে, তাহলে তার মধ্যে যে ক্ষত সৃষ্টি হয় তা আর আমরা ঠিক করতে পারিনা, তাই যখনি কোনো বিষয় নিয়ে রাগ আসবে বা কারোর ব্যবহারের প্রতি তুমি ক্ষুদ্ধ হবে, তখন রেগে না গিয়ে নিজেকে সংযত নিতে হবে, কখনো কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিৎ নয়, তুমিতো রাগের বশে তাকে দুটো কথা বলে নিজের রাগটা মিটিয়ে ফেলতে পারবে, কিন্তু যে মানুষটি তোমার ব্যবহারে কষ্ট পাবে সে তোমার বলা কথা গুলো আর তোমার খারাপ ব্যবহার সারাজীবন মনে রেখে দেবে, তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যখনি কারোর কোনো কথা ভালো লাগবে না বা যখন কোনো বিষয়ে মন খারাপ থাকবে তখন নিজের উপর বিশ্বাস হারালে চলবে না এবং কারোর উপর রাগ দেখানো মোটেও ঠিক নয়, এই সময় নিজের বুদ্ধি ও ধৈর্যকে কাজে লাগাতে হবে,

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.