মোটিভেশনাল ছোট গল্প
একবার এক পিতা ও পুত্র রাত্রিতে আহার গ্রহণের জন্য বসেছে, পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে, পুত্রের মা জানতো যে রুটি গুলি ঝলসে গেছে আগুনের আঁচ লেগে, তাই তিনি খাবার দেওয়ার সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন,
তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন তুমি ভেবোনা চিন্তা করনা, আমার ঝলসে যাওয়া শক্ত রুটি খুব খেতে ভালো লাগে, এই কথা শুনে পুত্র অসন্তোষ অনুভব করলো, আর তার পিতাকে বলল পিতা আপনি সত্যি বলছেন ঝলসানো রুটি আপনার খেতে ভালো লাগে,
পিতা বললো তোমার মা আজ সারাদিন কাজ করেছেন, আর তিনি হয়তো আজ সত্যিই অনেক ক্লান্ত, আর পুড়ে যাওয়া রুটি এমন কিছু নয়, কিন্তু মুখ থেকে বলা কঠিন কোনো শব্দ মানুষের মনে অনেক বড়ো আঘাত সৃষ্টি করতে পারে,
এই বলে পিতা তার পুত্রকে আরও বললো তুমি জানো পুত্র আমাদের জীবন ভুল ত্রুটি দিয়ে ভরা, আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারে পরিপূর্ন, যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই,
আর আমি জীবন থেকে এটাই শিখেছি একে অপরের ভুল গুলোকে স্বীকার করে নিতে হয়, অন্যের ভুল গুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরকে তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয়, তবেই সম্পর্কে সফলতা আসবে,
এই ঘটনা থেকে আমরা শিখতে পরি একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি তাহলে জীবন হবে অনেক সহজ সরল ও আনন্দ ভরা মধুময়,
কোন মন্তব্য নেই