সফলতার শিক্ষনীয় গল্প (আগেকার যুগের মানুষ কিভাবে বানর শিকার করত)
শিকার তো সবাই করতো কারো কারো শিকার এতটা ভয়ঙ্কর হতো যা থেকে মানুষ শিহরিত হয়ে যেত। আপনি কি জানেন আগেকার মানুষ কি করে শিকার করত , কি করে বানরদের ফাঁদে ফেলত? এই সফলতার ছোট গল্পটি আপনাকে কিছু ভাবতে শিখাবে।
একটি লোক একবার তার সন্তানদের কে জিজ্ঞাসা করতেছে , তোমরা কি জানো কি করে মানুষ বানর শিকার করত। ওই লোকটি সন্তানরা জিজ্ঞেস করলো কি করে করতো , বানরদের গাছের ওপর থেকে তীর নিক্ষেপ করার পরিবর্তে তারা মেজেতে একটি সরু ঘাড় সহ একটি ভারী কাঁচের বয়াম রাখত, যার ভিতরে বানরদের প্রিয় খাবার রাখতো। যখন কোনো বানর খাবার খেতে আসতো তাহলে এই ফাঁদে আটক পড়ে যেত।

শিকারিরা ভারী কাঁচের হাড়ি বা বয়াম রাখার পর লুকিয়ে থাকতো , সন্ধজনক কোনো বানরের জন্য অপেক্ষা করত।
যখন কোনো বানর খাবারের সন্ধানে আসতো ওই বয়ামের ভিতর হাত বা মাথা দিতো বয়ামের সরু ঘাড় বেচারা বানরকে হাত ছাড়াতে বাধা দিতো এই ভাবে বানর আটকা পরতো!
খাবারে জন্য কোনো বানর ওই ফাঁদ আটকা পরত তারা অনেক চেষ্টা করার পর ও এই ফাঁদ থেকে বাহির হতে পারে না। খাবার ছাড়াই জার থেকে হাত বের করার কোনো উপায় ছিল না।
তখন শিকারিরা কাছে গিয়ে ওই বানর টিকে ধরে তাদের ভোজন উপভোগ করত। একটা খাবারে লোভে পরে ওই বানরটি তার জীবন টা শেষ করে দিতো।
ওই লোকটি তার ছেলে দের কে বলতেছে ওই বানরের মতো হয় না।
জীবনে অনেক লড়াই করতে হবে। একদিকে না হলে অন্য দিকে হবে তার জন্য যুকি জেনে যেদিক সেদিক লাফ দেওয়া উচিত না। আপনাকে অবশ্যই জানতে হবে কখন ছাড়তে হবে, কখন এগিয়ে যেতে হবে এবং কখন যা আপনাকে আটকে রাখছে তা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে ।

গল্পের নৈতিক শিক্ষা :
কখনও কখনও আপনাকে ছেড়ে দিতে হবে এবং ভবিষ্যতে আরও ভাল কিছু পাওয়ার জন্য আপনার এখন যা আছে তা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে। প্ৰত্যেক মানুষের একটা জেদ থাকে এইটা কে পতন হতে দেওয়া যাবে না। আপনার জেদ পতন হলে আপনি নিজেও পতন হয়ে যাবেন।
কোন মন্তব্য নেই