Header Ads

ARTS GROUP  TEACHER
UTPAL DA

পূর্ণ চেষ্টা সাফল্য আনে

একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে। রাজুরর বয়স ৫ এবং সাজুর বয়স ৭ বছর। তারা একটি পুরোনো কূপের পাশে খেলছিল। এমন সময় সাত বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পরে যায়৷ এবং পাচ বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যাবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে। কূপে পরে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্যও কেউ ছিল না আসে-পাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করলো। সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভুত করে ফেলেছে৷ তার সুধু একটাই চিন্তা এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে না হলে তার বন্ধু মারা যাবে। ছেলেটি কিছুক্ষন পর বন্ধুকে উপরে তুলে আনলো । তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এ ঘটনা বলতে লাগলো। কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো৷ বললো অনেক দুষ্টুমি হয়েছে আর মিথ্যে বলতে হবেনা । “সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুলবে?” তারা সবাইকে বললো এটা মিথ্যা নয়৷ শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করলো । জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে, সবাই যখন শুনলো যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য তাহলে জেনে আসা যাক, কি কারনে তিনি এটা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বললো, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকেনা এবং দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলাত পায়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.